আল্লাহর অপরুপ সৃষ্টি



 এই আণুবীক্ষণিক প্রাণীটিকে বলা হয় মাইট।  এটা আমাদের চোখের পাতার ভিতরে বাস করে।  আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এটি রাতে বেরিয়ে আসে।  এরা নর-নারী সঙ্গম করে এবং আমাদের মুখে পরাগায়ন করে।  এর স্ত্রীরা আমাদের চোখের পাপড়ির প্রতিটি লোমকূপের ভিতরে 20 থেকে 24টি ডিম পাড়ে।  এই মাইটের কাজ হল আমাদের মুখের মরা চামড়া খাওয়া প্রতিদিন পুনর্নবীকরণ করা, যেটি আমরা ঘুমিয়ে থাকাকালীন একটি প্রাকৃতিক প্রসাধনী প্রক্রিয়া সম্পাদন করে। 


"অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?"

আল_কুরআন 

সূরা (আর_রহমান 55:13)

❤️

No comments

Powered by Blogger.