ফিফাতুল্লাহ বা সেফুদা নামে এই কুলাঙ্গার কোর'আন অবমাননা করল। (ভিডিও সহ)

ফিফাতুল্লাহ বা সেফুদা নামে এই কুলাঙ্গার কোর'আন অবমাননা করল।
সে পবিত্র কোর'আন চিরে টয়লেটে ফেলে দেয় এবং অবশিষ্ট অংস তার জুতা দিয়ে আঘাত করে। (লা হাওলা কু'য়াতা ইল্লাবিল্লাহ)
এটাই কি দেখার বাকি ছিল!
এই নাস্তিক মুরতাদ, কুলাঙ্গার যাকে পাগল বলে পরিচয় দেওয়া যায়,এদের আমরাই আসলে ভাইরাল করি।
একে নাস্তিক বলাটাও ভুল হতে পারে।
হতে পারে সে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা।


কারন রাসুল সাঃ এর যুগেও মুসলিমদের ঈমান পরিক্ষার জন্য এরকম একটা ঘটনা পাওয়া যায়।
আরবের কাফিররা একটা সংবাদ প্রচার করল যে উসমান রাঃ কে হত্যা করা হয়েছে।
রাসুল সাঃ এই খবর শোনা মাত্র সাহাবিদের আহবান করলেন,
ওহে গাছের নিচে অবস্থান কারি সাহাবিরা,খবর পেলাম আমার উসমান কে নাকি হত্যা করা হয়েছে, তোমরা কে কে আমার সাথে আছো,আমার কাছে বাইয়াত গ্রহন করো,হয় ওদের পরাজিত করব না হয় শহিদ হব।
১৪০০ সাহাবি রাসুল সাঃ হাতে বায়াত গ্রহন করল।
তাদের সন্মানের জন্য আল্লাহ সুব. কোর'আনে আয়াত নাজিল করলেন।

কিন্ত এখন কি হচ্ছে,
আপনার সামনে আপনার হৃদয়ের স্পন্দন কোর'আনকে অবমাননা করা হচ্ছে, আর আপনি সেটা দেখে মজা নিচ্ছেন, অথবা চুপ করে বসে আছেন।
এটাই কি ইনসাফ, এটাই কি সময়ের দাবি?
চিন্তা করুন ভেবে দেখুন,আল্লাহ কে ভয় করুন।

আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Our Facebook Page

No comments

Powered by Blogger.